ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়,আটক ৪ জঙ্গি

জেলা প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ০৪, ০৯:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদরের খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান।

জানা যায়, শনিবার রাত ১২টার পরে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাও পাল্টা গুলি ছুঁড়ে।

পরে অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গিকে আটক করে র‍্যাব।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান বাংলানিউজকে এই খবর নিশ্চিত করেছেন।

বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান র‍্যাব কর্মকরতারা।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework