গণটিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ অক্টোবর ২৬, ১২:০৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) হওয়া গণটিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে।

২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র তাদেরকেই ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এছাড়া তিনি আরও জানান, সারা দেশে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির পাশাপাশি গণটিকা কার্যক্রমে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় স্থাপিত বিশেষ কেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।

 
এর আগে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework