বঙ্গোপসাগরে আনোয়ারা-বাঁশখালী জেলেদের বিরোধের ঘটনায়,দুই পক্ষের সমঝোতা বৈঠক

রিয়াদুল ইসলাম রিয়াদ,বাঁশখালী
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ২৬, ০৫:৩০ অপরাহ্ন

বঙ্গোপসাগরে জাল বসানো নিয়ে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার জেলেদের মধ্যে সৃষ্ঠ বিরোধের ঘটনায় দুই উপজেলা প্রশাসনের মধ্যে সমঝোতা বৈঠক হয়েছে।

বুধবার ( ২৫ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলাস্থ শোলকাটার লাবিবা কনভেনশন হলে দুই উপজেলার প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিত দুই পক্ষের মধ্যে এ সমঝোতা হয়।বৈঠকে সাগরে জাল বসানোর ব্যাপারে সাম্প্রতিক বিষয়াদি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা যায়।

বৈঠকে দুই উপজেলার জেলেরা সমন্বয় করে সাগরে জাল বসাবেন। প্রতিজন জেলে ১৩টি করে জাল বসাতে পারবেন। প্রতিটি জাল ৩০০ মিটার দুরত্ব রেখে বসাতে হবে। আগামী ১৫ নভেম্বর দুই উপজেলার প্রশাসন ও জনপ্রতিনিধিরা সাগরে সরেজমিন গিয়ে বিষয়টি নিস্পত্তি করবে।

সমাঝোতা বৈঠকে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী সাদলী মোহাম্মদ গালিব,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী,সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো.হুমায়ুন কবির,আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম,আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, বাঁশখালী থানার ওসি শফিউল আলম,
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ও খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিনসহ দুই উপজেলার মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ৩ ও ৪ আগষ্ট সাগরে জাল বসানো নিয়ে আনোয়ারা এবং বাঁশখালী উপজেলার জেলেদের মধ্যে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার মোহাম্মদ নাছির (৩০) নামের এক জেলে নিহত হন।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework