জেলহত্যা দিবসে আরশেদুল আলম বাচ্চুর খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ নভেম্বর ০৩, ০৭:২৩ অপরাহ্ন

জাতীয় চার নেতা হত্যাকান্ড  তথা জেল হত্যা দিবসে  কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর  উদ্যোগে  ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 আজ(৩ নভেম্বর) বুধবার বাদে আসর নগরীর বায়েজিদ বোস্তামী মাজারে দুইশতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষদের  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীনসহ নেতৃবৃন্দ খাবারগুলো বিতরণ করেন। 

উক্ত বিতরণকার্যক্রমে অংশগ্রহণ করেন কলেজ ছাত্রলীগনেতা সৈয়দ আনিসুর রহমান, কামরুল ইসলাম রাসেল, সাইদুর রহমান শাকিল, শাহাদাত হোসেন হিরা, মাহফুজ হোসেন, ইমাম হোসেন ইমন, জাহিদ ইসলাম, আবু সাঈদ মুন্না, আওরাজ ভূইয়া রনক, সালাউদ্দীন আরজু, সোহেল তালুকদার,ইউছুপ আলী বিপ্লব, মোঃ হানিফ,আবুল হাসনাত ইফাত,
অভিজিত রায়, টনি দে,মেহেদী হাসান মিঠু,এ,কে নাঈম প্রমুখ।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework