জেনারেল হাসপাতালে বসছে অক্সিজেন জেনারেটর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ নভেম্বর ২৪, ১২:১৫ অপরাহ্ন

অক্সিজেন সরবরাহ বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন জেনারেটর। এর ফলে  রোগীদের সহজেই অক্সিজেন সুবিধা দেওয়া যাবে।

জানা যায়, প্রতি মিনিটে ৫০০ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ জেনারেটর বসানোর কাজ কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। এরই মধ্যে জেনারেটরটি স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। এ কাজটি সম্পন্ন করবে বেসরকারি মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এনিফকো হেলথ কেয়ার।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, অক্সিজেন জেনারেটর বসানো হলে তরল অক্সিজেনের খরচ কমবে। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন হলে কম অক্সিজেন প্রয়োজন হওয়া রোগীদের সাপোর্ট দেওয়া যাবে। এতে তরল অক্সিজেনের ওপর চাপ কমবে। 


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework