চমেকে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’: এক স্থানেই মিলবে সব জরুরি সেবা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ২৯, ০৯:০৪ পূর্বাহ্ন

রোগীর সেবা দ্রুত নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’। ইতোমধ্যে অবকাঠামোগত সবকাজ সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


এ সার্ভিস চালু হলে হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা সেবা দেওয়া যাবে। সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ কমানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে রোগীদের জন্য থাকছে ১০০ শয্যা। রোগীদের সেবায় সার্বক্ষণিক (শিফট ভিত্তিতে) থাকবে মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক, নাক-কান-গলা এবং অ্যানেসথেসিয়াসহ প্রয়োজনীয় সব বিভাগের একজন করে কনসালটেন্ট।

থাকবে জরুরি রোগ নির্ণয়ের জন্য এক্স-রে, স্থাপন করা হবে দুটি অপারেশন থিয়েটার (ওটি)। 

এছাড়া পর্যায়ক্রমে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।
 
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর  বলেন, একজন রোগী আসা মাত্রই ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’ এ রাখা হবে। চিকিৎসকরা রোগীকে পর্যবেক্ষণ করবেন। পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হলে সেটাও এখানে করা হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা যেসব রোগীকে সুস্থ মনে করবেন বা চিকিৎসার প্রয়োজন নেই মনে করবেন, তাদের এখান থেকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। যেসব রোগীর দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন, শুধু সেসব রোগীকেই আন্তঃবিভাগে ভর্তি দেওয়া হবে।  

তিনি আরও বলেন, আগামী ৪ সেপ্টেম্বর এ সেবার উদ্বোধন করার কথা রয়েছে। এরই মধ্যে বেশ কিছু যন্ত্রপাতি বসানো হয়েছে। বাকিগুলোও পর্যাক্রমে বসানো হবে।  

প্রায় চার কোটি টাকায় এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ২ কোটি টাকা এবং পরে আরও দুই পর্যায়ে ২ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework