চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ১৭, ০১:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানাধীন বালুচরা এলাকায় একটি বাসার নিচতলায় বিস্ফোরণে ১ জন নিহত ও ২ জন দগ্ধ হয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাশেম কলোনির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভবনটির নিচতলায় ব্যাচেলর বাসা ছিল বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়েজীদ বোস্তামি থানাধীন একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বিস্ফোরণে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বাংলানিউজকে বলেন, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework