১৮ বছরের অপেক্ষা শেষ হবে বাংলাদেশের?

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ০৭, ১২:৪৪ অপরাহ্ন

একসময় মালদ্বীপকে বলে কয়ে হারাতো বাংলাদেশ। ৮ গোলে জেতার রেকর্ডও আছে। কিন্তু সময়ের পরিক্রমায় ৫ লাখ জনসংখ্যার দেশটি দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করছে। সাফ চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন তারা। এছাড়া আছে আরও একটি ট্রফি। সেই দ্বীপ দেশটির বিপক্ষে আজ (বৃহস্পতিবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় মালে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।

দুই দলের কাছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তবে মাঠে নামার আগে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট জামাল ভূঁইয়াদের। মালেতে লাল-সবুজ দলের লড়াকু পারফরম্যান্স চোখে পড়েছে সবার। পাচ্ছে সমীহ।

বিপরীতে শূন্য থেকে শুরু করতে হচ্ছে স্বাগতিকদের। বাংলাদেশ ম্যাচ জিততে পারলে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আলী আশফাকদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে জিতলে স্বাগতিকরা ফিরবে পথে।

অস্কার ব্রুজনের বাংলাদেশ তা হতে দেবে কেন! যে করেই হোক স্বাগতিকদের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। আর সেটি করতে পারলে দীর্ঘ ১৮ বছর পর আসবে মালদ্বীপের বিপক্ষে জয়। সবশেষ জয় ২০০৩ সালের সাফে।

সাফে এই পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-মালদ্বীপ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একবার। ২০০৩ সালে আরিফ খান জয়ের গোলে। আর মালদ্বীপ জিতেছে দুইবার। ড্র একটিতে। এছাড়া সবশেষ ২০১৬ সালে প্রীতি ম্যাচে টম সেইন্টফিটের অধীনে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল। মালের সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় ফুটবলপ্রেমীদের।

আগের সব পরিসংখ্যান সামনে রেখেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যে বদলে দেওয়া এক দল, সেটা প্রমাণের জন্য মুখিয়ে জামাল ভূঁইয়ারা। যদিও কাজটি সহজ হবে না। স্বাগতিকদের ফরোয়ার্ড বেশ শক্তিশালী। বর্ষীয়ান আলী আশফাক, আলী ফাসিরের সঙ্গে অন্যরা তো আছেনই। তাদের রোখার জন্য তপু-তারিকদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

অন্যদিকে বাংলাদেশের ফরোয়ার্ডরা গোল না পেলেও প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে ঠিকই ভয় ধরাচ্ছেন। আগের দুই ম্যাচের ২ গোলের পেছনে ফরোয়ার্ডদের অবদান কম নয়। আরেকটি জায়গায় লাল-সবুজ দল সুবিধা পেতে পারে। দলের বর্তমান কোচ অস্কার ব্রুজন এই মালেতে নিউ রেডিয়েন্টের হয়ে সাফল্য পেয়েছেন। তাই দ্বীপ দেশটির ফুটবলারদের সম্পর্কে ভালোই জানা তার। এজন্য প্রতিপক্ষকে কীভাবে আটকাতে হবে, তা গোপন রেখেছেন ব্রুজন। মাঠের খেলাতেই তা বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা স্প্যানিশ কোচের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ ১৫৮তম। আর বাংলাদেশ ১৮৯ নম্বরে। তাছাড়া মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সও সুবিধার নয়। যদিও র‌্যাঙ্কিং ব্যবধান কিংবা অতীত নিয়ে ভাবছে না বাংলাদেশ। চলতি সাফে, বিশেষ করে ভারত ম্যাচে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য লাল-সবুজ জার্সিধারীদের।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework