বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে সাকিবদের জয়ের সম্ভাবনা কতটা?

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ১৭, ১১:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের দুটিতে হারলেও স্কটল্যান্ড জিতেছে দুই ম্যাচেই। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারের তিক্ততা দিয়েছে স্কটিশরা। এই হিসাব অনুযায়ী বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে স্কটিশদেরই এগিয়ে রাখতে হয়।

শেষ দুই ম্যাচের হিসাবে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি হলেও বাংলাদেশকে এগিয়ে রাখতে হয় অন্য জায়গায়। লাল-সবুজের প্রতিনিধিরা এই মঞ্চের অভিজ্ঞ নাট্যকার। টাইগার বাহিনী ২০০৭ সাল থেকে এ যাবৎকালের প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও স্কটল্যান্ড খেলেছে মাত্র তিন আসরে।

বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র। যেখানে স্কটল্যান্ড এখনও সহযোগী দেশগুলোর একটি। সেই হিসাবেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি বলে মত দেবেন অনেকে। তবে ক্রিকেট দুলাচলের খেলা। এখানে যে কোনো দল যেমন জয় পেতে পারে তেমনি হারতেও পারে, হোক তারা শক্তিশালী কিংবা দুর্বল।

আরও পড়ুন: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচের আগে জেনে নিন কিছু অজানা তথ্য

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানদের নিয়ে বাংলাদেশই আজকের ম্যাচে ফেবারিট- বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাকিবের পারফরম্যান্স বিবেচনায় এটি বলতেই হয়। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগার অলরাউন্ডার ছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ৬০৬ রান করার পাশাপাশি তিনি ওই টুর্নামেন্টে নিয়েছিলেন ১১ উইকেট। এবার আইপিএলে ভালো না খেলতে পারলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে জ্বলে উঠলে সাকিবকে নিয়ে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যেমন স্কটল্যান্ড দলের অধিনায়ক কাইল কোয়েৎজার বলে রেখেছেন, এবারের বিশ্বকাপে সেরা বোলার হতে পারেন সাকিব।

এ ম্যাচে বাংলাদেশ ফেবারিট হিসেবে নামলেও আন্ডারডগ স্কটল্যান্ড অঘটন ঘটিয়ে ফেলতে পারে। অনেকে তো বলেও থাকেন আনাড়ি দলগুলোর বিপক্ষে টাইগাররা প্রায়ই হোঁচট খেতে অভ্যস্ত। তেমন কিছু হয়ে গেলে কপাল খারাপই বলতে হবে বাংলাদেশের। অবশ্য টাইগারদের হুমকি দিয়ে রেখেছেন স্কটল্যান্ডের কোচ শেন বার্জারও। তার মতে, ফর্মে থাকলে ওমান, পাপুয়া নিউগিনি কেন, বাংলাদেশকেও হারানো অম্ভব কিছু না।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework