আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ সেপ্টেম্বর ২৮, ০১:১৩ অপরাহ্ন

ফুটবল বিশ্বে উন্মাদনার আরেক নাম ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দুটির লড়াই মানে পরতে পরতে উত্তেজনা আর রোমাঞ্চের ছড়াছড়ি। আর তাই এই মহারণের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব।

কোপা আমেরিকার ফাইনালের পর ভক্তদের আরেকবার উত্তেজনার সাগরে ভাসাতে আবারও হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। তবে এবার ফুটবল মাঠে নয়। ফুটবলেরই ভিন্ন এক সংস্করণ ফুটসালে। তাও যেমন তেমন ম্যাচে নয়। ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

গত ১২ সেপ্টেম্বর থেকে লিথুয়ানিয়ায় শুরু হয়েছে ফুটসাল বিশ্বকাপের আসর। আগামী ৩ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এদিকে, এই টুর্নামেন্টের সেমিফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল।

আগামীকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় ফুটসাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এছাড়া একদিন পর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পর্তুগাল ও কাজাখাস্তান। সবশেষ ৩ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।

সেমিফাইনাল লড়াইয়ের আগে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়। পরে দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়েকে ৬-১ গোলে এবং কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে জাপানকে ৪-২ এবং শেষ আটে মরোক্কোর বিপক্ষে ১-০ গোলের জয়ে ব্রাজিলের সেমির টিকিট নিশ্চিত হয়।

এর আগে কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিছুদিন আগেই মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই জায়ান্ট। কিন্তু মাত্র ৭ মিনিট খেলা হওয়ার পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। তাই এবার দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ পাচ্ছে দুই দলের সমর্থকরা।

ফুটসালের আদ্যোপান্ত
ফুটসাল' ফুটবলের একটা ঘরোয়া মাধ্যম। ইদানিং এই খেলাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি ফুটসাল বিশ্বকাপও আয়োজিত হচ্ছে নিয়মিত। ফুটবলের এই ফরম্যাটে প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকেন। থাকেন একজন গোলরক্ষক। সর্বোচ্চ ১২জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায় এই খেলায়। যত খুশি তত বদলি করা যায় খেলোয়াড়।

ফুটসালের সঙ্গে ফুটবলের আরেকটা বড় পার্থক্য হচ্ছে- মাঠের আকার। ফুটবল মাঠের চেয়ে স্বভাবতই দৈর্ঘ্যে ও প্রস্থে অনেক ছোট হয় ফুটসালের মাঠ।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework