এগিয়ে মমতা

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ০৩, ১২:২৬ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুর উপ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গণনা শেষে ১২৪৩৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, রোববার(৩ অক্টোবর) স্থানীয় সময় সকলা আট টাই ভোট গণনা শুরু হইয়। এদিকে চতুর্থ  রাউন্ডে মমতা পেয়েছেন ১৬ হাজার ৩৯৭ ভোট।
 
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩ হাজার ৯৬২। মমতার এগিয়ে থাকা নিয়ে তৃণমূল নেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ভবানীপুরের মানুষ আমাদের ফেরাবেন না। বড় ব্যবধানে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।
 
গেল বৃহস্পতিবার( ৩০ সেপ্টেম্বর) ভবানীপুর আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এবারের উপনির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। পরিসংখ্যান বলছে, ভবানীপুরে ভোট দিয়েছেন ৫৩ দশমিক ৩২ শতাংশ ভোটার।
 
আরও পড়ুনঃ  করোনার-মুখে-খাওয়ার-ওষুধ-নিয়ে-বিস্ময়কর-সাফল্য
 
গত মে মসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এ আসনে ৫৭ দশমিক ১ শতাংশ ভোট পড়েছিল।এর আগে ভবানীপুর আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 
২০১৬ সালে এই আসনে মমতা জিতেছিলেন ২৫ হাজার ৩৪১ ভোটের ব্যবধানে। আর ২০১১ সালে ভবানীপুরে মমতা জয় পান ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে। ভবানীপুরে হেরে গেলে মমতাকে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ।
 
তবে সেই চিন্তা মাথায় রাখছে না তৃণমূল। ভবানীপুর উপনির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী দলটি।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework