পর্যটক ভিসায় ভারতে থাকা যাবে ৩০ দিন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ০৯, ০৪:৩৭ অপরাহ্ন

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটক ভিসা চালু হচ্ছে। পর্যটক ভিসায় ৩০ দিনের বেশি থাকা যাবে না।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা ব্যবস্থা চালু করা হবে। কেবল বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজীকরণ করার কথা জানান তিনি।

এ সময় দুই দেশের সীমান্তের কাছে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে জানতে চাওয়া হলে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দুদেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তের ইমিগ্রেশনের ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা যাবে।

এর আগে আখাউড়া স্থলবন্দর দুদেশের শূন্যরেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ দুদেশের কর্মকর্তারা।

আগামী ১৩ নভেম্বর একইপথে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

 


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework