চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারি: আহত ১০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ০৯, ১০:১৩ পূর্বাহ্ন

কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে ৭ম ও ৫ম পর্বের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- মো. ফজলে রাব্বি (১৭),  মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭),  মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ  হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার।

এর মধ্যে ফয়েজ উদ্দিন এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, ইনস্টিটিউটের ৭ম পর্বের সিনিয়রদের ৫ পর্বের জুনিয়ররা সম্মান না করায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে এ ঘটনার জেরে রাত ১টার দিকে ৫ম পর্বের জুনিয়ররা সিনিয়রদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হলে, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক উল্লাহ বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনায় ১০ জন চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। কী নিয়ে এ ঘটনা তা জানতে পারিনি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ছোট একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework