চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ অক্টোবর ২৫, ১১:৪২ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ১৯ শতাংশ।
এইদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।  

সোমবার (২৫ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন মহানগর এলাকার এবং ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৬৩ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৩২ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৩১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩২০ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework