ঘরে পড়ে ছিল বাবা-মা ও ছেলের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ১৪, ১১:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিন জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে নিহত ব্যবসায়ী মোস্তফা সওদাগরের আরেক ছেলেকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ছেলের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘরের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো হবে।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework