আগামীকাল বোয়ালখালী আসছেন আল্লামা সৈয়দ সাবির শাহ

বােয়ালখালী প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ৩০, ১২:৪৮ অপরাহ্ন

পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ  বোয়ালখালী উপজেলা ও পৌর শাখা আয়োজিত  নেছারে মদিনা সুন্নী কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে যোগ দিতে দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রসুল রাহনুমায়ে ত্বরিকত মুর্শিদে বরহক পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ সাবির শাহ (মঃ জিঃ আঃ) আগামীকাল  রবিবার বোয়ালখালী আসছেন ।

স্থানীয় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ‍্যালয় ময়দানে বাদে আসর আয়োজিত এ অনুষ্ঠানে আঞ্জুমানে  রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দগণ উপস্হিত থাকবেন।

এর আগে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ময়দানে মহিলা বায়াত অনুষ্ঠানে যোগ দেবেন এবং এ দিন কনফারেন্স শেষে একই স্হানে এশার নামাজে ইমামতি করবেন তিনি।

উক্ত অনুষ্ঠানে  সুশৃঙ্খলভাবে যোগদানের জন‍্য আয়োজক কমিটির পক্ষ থেকে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সি আগ্রহী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework