বার্সেলোনায় ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ০১, ১১:৫২ পূর্বাহ্ন

বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) সময়টা খুব ভালো যাচ্ছে না লিওনেল মেসির। এ বছরের আগস্টে দল বদলের পর ফ্রান্সে তিনি এখন পর্যন্ত কাটিয়েছেন প্রায় তিন মাসের মতো সময়। এরই মধ্যে মেসি জানিয়েছেন, তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। তবে সেটা খেলোয়াড় হিসেবে না, বুটজোড়া তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারির ভূমিকায় ন্যু-ক্যাম্পে কাজ করতে চান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বার্সেলোনায় ফিরতে চেয়ে বলেন, ‘হ্যাঁ, আমি কাতালান ক্লাবটিতে ফিরতে চাই। ন্যু ক্যাম্পে টেকনিক্যাল সেক্রেটারি ভূমিকায় কাজ করার ইচ্ছা আছে। আমি সব সময়ই বলি বার্সেলোনাকে সাহায্য করার অনেক আগ্রহ আমার।’

মেসি ফুটবল বিশ্বের সেরাদের সেরা, সমর্থক থেকে শুরু করে নিন্দুকরাও হয়তো এই কথা স্বীকার করে নেবেন কোনো তর্ক ছাড়াই। এমন একজন ফুটবলারকে টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে পেলে কে সুযোগ হাতছাড়া করতে চাইবে? বার্সেলোনা কি তাকে এড়িয়ে যেতে পারবে? মেসিও জানেন না এই প্রশ্নের উত্তর। না হলে কি আর তিনি বলতেন, ‘জানি না কতটুকু সম্ভাবনা আছে। তবে আমি আবার এই ক্লাবকে সহায়তা করতে চাই। কারণ এই একটি ক্লাবকেই আমি সবচেয়ে ভালোবাসি। তারা ভালো করুক সেটা সব সময় আমার চাওয়া, আর তা যদি আমার সহায়তা নিয়ে হয় তাহলে আমি এক পায়ে দাঁড়ানো।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট বার্সেলোনা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন মেসি, ১০ আগস্ট দুই বছরের চুক্তিতে সই করেন পিএসজির সঙ্গে। ফরাসি জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৮ ম্যাচ, করেছেন মাত্র ৩ গোল। তাও লিগে কোনো গোল নেই এই আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোও পুরো ৯০ মিনিট তাকে খেলাচ্ছেন না। সব মিলিয়ে সময়টা একটু খারাপই যাচ্ছে মেসির।

এদিকে পিএসজি অভিযোগ করেছে মেসির ওপর। মেসি নাকি ক্লাবের তুলনায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়েই বেশি সময় কাটিয়েছেন এখন পর্যন্ত। এ সম্পর্কে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এক বিবৃতিতে বলেন, ‘এটা আসলে ব্যাখ্যা করা কঠিন ব্যাপার। গত দুই মাসে সে ক্লাবের চেয়ে জাতীয় দলের হয়ে বেশি সময় কাটিয়েছে। শেষ যে ফিফা উইন্ডোটা ছিল সেখানে তিন ম্যাচেই খেলেছে। ভ্রমণ-ফিরে আসা আবার ভ্রমণ-ফিরে আসা আর এখন তার পেশিতে সমস্যা।’

শুধু মেসি নয়, দলের আরেক তারকা নেইমারকে নিয়েও একই অভিযোগ করেছেন লিওনার্দো। তার ভাষ্যমতে, ‘একই ব্যাপার ঘটেছে নেইমারের ক্ষেত্রেও (ভ্রমণের দিক থেকে)।’

 


প্রধান সম্পাদক : Arka Hossain

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

Epic Ettehad Point [Level-4] 618 Nur Ahmed Road Chattogram-4000.

 Newsroom : +88 01703 930636
 E-mail : faguntelevision@gmail.com

Copyright © 2021 www.fagun.tv । ফাগুন টিভি
Design & Developed by Smart Framework